১৮ র জবাব ১৯ শে : মুখ‍্যমন্ত্রীকে চ‍্যালেঞ্জ জানিয়ে ফের সভা ডাকলেন শুভেন্দু

8th January 2021 10:11 pm রাজ‍্য
১৮ র জবাব ১৯ শে : মুখ‍্যমন্ত্রীকে চ‍্যালেঞ্জ জানিয়ে ফের সভা ডাকলেন শুভেন্দু


নিজস্ব সংবাদদাতা ( পূঃ মেদিনীপুর ) : কথা ছিল ৭ এর জবাব হবে ৮ এ ! কিন্তু তা হয় নি । তাই এবার ১৮ এর জবাব হবে ১৯ শে । এমনটাই ডাক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । নন্দীগ্ৰাম দিবস উপলক্ষে ৭ তারিখ জনসভা করার কথা ঘোষনা করেছিলেন মুখ‍্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । কি বলবেন আমি জানি বলে আগেই তোপ দেগে ৭ তারিখের জবাব ৮ তারিখে সভা করে করা হবে বলে জানিয়েছিলেন নন্দীগ্ৰামের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারী । অনিবার্য কারন বশত মুখ‍্যমন্ত্রীর সভা বাতিল হয়ে যায় । কিন্তু শুভেন্দু র চ‍্যালেঞ্জ সভার পরিবর্তন হয় নি । লক্ষ মানুষের উপস্থিতিতে নন্দীগ্ৰাম এ সভা করলেন শুভেন্দু বলে দাবী পদ্ম শিবিরের । কিন্তু নাছোড় শুভেন্দু । আগামী ১৮ তারিখ নন্দীগ্ৰামে ফের সভা করবেন মুখ‍্যমন্ত্রী বলে দিন ধার্য করা হয়েছে । শুক্রবারে আয়োজিত নন্দীগ্ৰামের সভা মঞ্চ থেকে ফের ১৯ তারিখে মুখ‍্যমন্ত্রী কে চ‍্যালেঞ্জ জানিয়ে সভার ডাক দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী । যা বলবেন ১৮ তে তার জবাব মিলবে ১৯ শে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী । জানুয়ারী মাসে পরপর দু দিন হাইভোল্টেজ জনসভাকে ঘিরে সরগরম জেলার রাজনীতি তো বটেই রাজ‍্যের রাজনীতিও । শুক্রবারের জনসভা মঞ্চে দিলীপ ঘোষ , কৈলাশ বিজয়বরগীদের সামনেই তাদের অনুমতি নিয়ে ১৯ শে জানুয়ারী ফের জনসভা করার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী । ১৮ ই  জানুয়ারী কি বলেন তৃণমূল নেত্রী তা যেমন আগ্ৰহ বাড়াচ্ছে তেমনি ১৯ শে জানুয়ারী শুভেন্দু কি জবাব দেন তা নিয়েও কৌতুহল তুঙ্গে । ফের শিরোনামে সেই নন্দীগ্ৰাম ! 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।